প্রধানমন্ত্রীরদপ্তর
গত ৯ বছরে সৌর ক্ষমতা ৫৪ গুণ বৃদ্ধি পাওয়ায় প্রধামন্ত্রী মিশন নেট জিরো-তে অগ্রগতির প্রশংসা করেছেন
Posted On:
29 AUG 2023 8:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ আগস্ট, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মিশন নেট জিরো-র লক্ষ্যে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন।
এক্স হ্যান্ডেলে ভারতীয় রেলের করা পোস্টে বলা হয়েছে, গত ৯ বছরে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ৫৪ গুণ বৃদ্ধি পেয়েছে। তারা জানিয়েছে, ২০১৪ সালের মার্চ পর্যন্ত যেখানে ৩.৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল, ২০১৪ থেকে ২০২৩-এর মধ্যে তা বৃদ্ধি পেয়ে ২০০.৩১ মেগাওয়াটে পৌঁছেছে।
এক্স হ্যান্ডেলে করা এক পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন :
“পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি লক্ষ্য করা গেছে। মাত্র ৯ বছরে আমরা #MissionNetZero কার্বন নির্গমণকে শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আমাদের সক্ষমতায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। আসুন ভারতের জন্য একটি উজ্জ্বল এবং সুস্থায়ী ভবিষ্যৎ নিশ্চিত করে এই ধারা অব্যাহত রাখি।”
AC/SS/SKD
(Release ID: 1953442)
Visitor Counter : 102
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam