পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

প্রধানমন্ত্রী এলপিজি গ্রাহকদের জন্য (৩৩ কোটি সংযোগ) সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়েছেন

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি পাবেন
সরকার ৭৫ লক্ষ অতিরিক্ত উজ্জ্বলা সংযোগ মঞ্জুর করেছে, এর ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীর সংখ্যা বেড়ে হবে ১০ কোটি ৩৫ লক্ষ

Posted On: 29 AUG 2023 5:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ অগাস্ট, ২০২৩ 


সারা দেশের এলপিজি গ্রাহকদের স্বস্তি দিয়ে সরকার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার রান্নার গ্যাসে এই উল্লেখযোগ্য দাম কমানোর কথা ঘোষণা করেছে। সারা দেশে আগামীকাল অর্থাৎ ৩০ অগাস্ট থেকে ১৪.২ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমছে। দিল্লিতে বর্তমানে এই সিলিন্ডারের দাম ১ হাজার ১০৩ টাকা থেকে কমে হবে ৯০৩ টাকা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, “রাখী বন্ধন উৎসব উপলক্ষে কোটি কোটি বোনেদের আমার তরফ থেকে এই উপহার। আমাদের সরকার দেশের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এবং দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর জনগণের সুবিধার্থে সম্ভাব্য সবরকম চেষ্টা চালিয়ে যাবে”। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরাও সিলিন্ডার প্রতি অতিরিক্ত ২০০ টাকা করে ছাড় পাবেন। এর ফলে, দিল্লিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য সিলিন্ডার প্রতি দাম হবে ৭০৩ টাকা। দেশে ৩১ কোটিরও বেশি এলপিজি গ্রাহক রয়েছেন। এর মধ্যে ৯ কোটি ৬ লক্ষ পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুফল ভোগ করেন। সিলিন্ডার প্রতি ২০০ টাকা দাম কমানোর এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের বিশেষ সুবিধা হবে। 
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় বকেয়া আবেদনপত্রগুলির জন্য আরও ৭৫ লক্ষ অতিরিক্ত সংযোগ দেওয়ার বিষয়টি মঞ্জুর করেছে সরকার। সরকারের তরফে শীঘ্রই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় দেশের দরিদ্র শ্রেণীর ৭৫ লক্ষ মহিলাকে এলপিজি সংযোগ দেওয়া হবে। এর ফলে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীর সংখ্যা ৯ কোটি ৬ লক্ষ থেকে বেড়ে হবে ১০ কোটি ৩৫ লক্ষ। দেশের জনগণের উপর থেকে আর্থিক বোঝা কম করতে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তারই ফলস্বরূপ এই সুবিধা। রান্নার গ্যাসের দাম কমানোর এই সিদ্ধান্তটি ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সামগ্রী দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সরকারের দায়বদ্ধতার পরিচায়ক। 
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “সংসার চালাতে পরিবারগুলিকে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, তা আমরা বুঝতে পারছি। রান্নার গ্যাসের দাম কমার ফলে সরাসরি স্বস্তি পাবেন সাধারণ মানুষ। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য সরকার যে লক্ষ্য স্থির করেছে, এই সিদ্ধান্ত সেই বিষয়কে আরও মজবুত করবে”। রান্নার গ্যাসের দাম কমায় সমাজে সদর্থক প্রভাব পড়বে। সরকার জনগণের উপর বোঝা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রান্নার গ্যাসের দাম কমায় সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে। 

 

AC/PM/SB



(Release ID: 1953277) Visitor Counter : 219