প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি পাল্টে ‘হরঘরতিরঙ্গা’ অভিযানের সঙ্গে সাযুজ্যপূর্ণ করে তোলার ডাক দিলেন

प्रविष्टि तिथि: 13 AUG 2023 10:32AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ অগাস্ট , ২০২৩ 

 

প্রধানমন্ত্রী দেশের মানুষের প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি পাল্টে ত্রিবর্ণরঞ্জিত করে তোলার ডাক দিয়েছেন। প্রত্যেককে ‘হরঘরতিরঙ্গা’ অভিযানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে উঠতে বলেছেন তিনি। 

দেশজুড়ে ১৩-১৫ আগস্ট উদযাপিত হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। 

প্রধানমন্ত্রী মোদী ট্যুইট করে বলেছেন: 
‘’#হরঘরতিরঙ্গা অভিযানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি পাল্টে ফেলা যাক। এই অনন্য উদ্যোগে সামিল হলে আমাদের প্রিয় দেশের সঙ্গে সকলের বন্ধন দৃঢ়তর হবে।’’

 AC / AC/AG


(रिलीज़ आईडी: 1950104) आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Manipuri , Odia , English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam