প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর সঙ্গে মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিবের সাক্ষাৎ

प्रविष्टि तिथि: 11 JUL 2023 10:00PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ১১ জুলাই, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শেখ ডঃ মহম্মদ বিন আব্দুলকরিম আল-ইশা সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিম ওয়ার্ড লীগের মহাসচিব এবং অর্গানাইজেশন অফ মুসলিম স্কলার্স – এর চেয়ারম্যান শেখ ডঃ মহম্মদ বিন আব্দুলকরিম আল-ইশার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিভিন্ন মতাবলম্বী দের মধ্যে সম্প্রীতি ও শান্তির প্রসার ঘটানো এবং মানবজাতির উন্নয়নে কাজ করা সহ নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে গভীর আলোচনা হয়েছে”।

 

CG/CB/SB


(रिलीज़ आईडी: 1939534) आगंतुक पटल : 106
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam