অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনার জন্য রাজ্যগুলিকে ৭৫৩২ কোটি টাকা দেওয়া হয়েছে

प्रविष्टि तिथि: 12 JUL 2023 4:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২  জুলাই, ২০২৩

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় সংক্রান্ত দপ্তর রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের জন্য ২২টি রাজ্যকে ৭৫৩২ কোটি টাকা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশক্রমে এই অর্থ দেওয়া হয়েছে। এর মধ্যে ত্রিপুরা ৩০ কোটি ২৪ লক্ষ টাকা এবং আসাম ৩৪০ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছে।

দেশজুড়ে প্রবল বৃষ্টিপাতের প্রেক্ষিতে রাজ্যগুলিকে দ্রুত অর্থ প্রদানের জন্য কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গত আর্থিক বছরে এই তহবিলের প্রদেয় অর্থ খরচ সংক্রান্ত ইউটিলাইজেশন সার্টিফিকেটের নিয়ম শিথিল করা হয়েছে। ২০০৫ সালের বিপর্যয় ব্যবস্থাপনা আইন অনুযায়ী রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা তহবিল গড়ে তোলা হয়। কেন্দ্র এই তহবিলে ৭৫ শতাংশ অর্থ দিয়ে থাকে। তবে উত্তর পূর্বাঞ্চল এবং হিমালয় সংলগ্ন রাজ্যগুলির জন্য ৯০ শতাংশ অর্থ কেন্দ্রীয় সরকার প্রদান করে।

প্রতি বছর দুটি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। এক্ষেত্রে অর্থ কমিশনের সুপারিশ বিবেচনা করা হয়। রাজ্য বিপর্যয়ের মোকাবিলা তহবিলের অর্থ ঘূর্ণীঝড়, খরা, ভূমিকম্প, বন্যা, শিলা বৃষ্টি, ভূমিধ্বস, মেঘ ভাঙা বৃষ্টি সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের পর পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যয় করা হয়। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের জন্য পঞ্চদশ অর্থ কমিশন ১ লক্ষ ২৮ হাজার ১২২ কোটি ৪০ লক্ষ টাকা বরাদ্দ করার সুপারিশ করেছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে ৯৮ হাজার ৮০ কোটি ৮০ লক্ষ টাকা। এ পর্যন্ত কেন্দ্র এই খাতে রাজ্যগুলিকে ৪২ হাজার ৩৬৬ কোটি টাকা দিয়েছে।


CG/CB/NS….        12.07.23... 235


(रिलीज़ आईडी: 1939009) आगंतुक पटल : 203
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada