তথ্যওসম্প্রচারমন্ত্রক
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর খবর সম্প্রচারের সময় সংবাদমাধ্যমের কর্মীদের সুরক্ষার বিষয়ে উদ্বিগ্ন তথ্য ও সম্প্রচার মন্ত্রক; প্রয়োজনীয় নীতি-নির্দেশিকা জারী
प्रविष्टि तिथि:
15 JUN 2023 12:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ জুন, ২০২৩
বেসরকারি টিভি চ্যানেল সহ বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদদাতা, ক্যামেরাম্যান সহ অন্যান্য কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর আবহে একটি নীতি-নির্দেশিকা জারী করেছে। ঘূর্ণিঝড় যে সব জায়গায় আছড়ে পড়বে সেই স্থানে সংবাদমাধ্যমের যেসব কর্মীরা কাজ করবেন তাঁদের উদ্দেশেই এই নীতি-নির্দেশিকা।
ঘূর্ণিঝড়ের ফলে উদ্ভূত পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়ের সময়ে সংবাদ প্রচারের জন্য বেসরকারি টিভি চ্যানেলগুলির যেসব কর্মীরা ‘বিপর্যয়’ প্রভাবিত অঞ্চলে থাকবেন মন্ত্রক তাঁদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে। সংবাদ সংগ্রহ এবং পরিবেশনার সময় যথাযথ নিরাপত্তার দিকটিকে গুরুত্ব দিতে হবে। আজ যেকোন সময়েই দেশের পশ্চিম তটে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আছড়ে পড়তে পারে। এরফলে, স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। রাজ্য সরকারগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারও ঘূর্ণিঝড়ের প্রভাব সাধারণ মানুষের ওপর যাতে ন্যূনতম হয় তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে বলে মন্ত্রক জানিয়েছে।
CG/CB/AS
(रिलीज़ आईडी: 1932638)
आगंतुक पटल : 171
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Kannada
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Tamil