তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

সুশাসনের হাতিয়ার হিসাবে নাগরিক-কেন্দ্রিক যোগাযোগ নিয়ে একদিনের চিন্তন শিবিরের উদ্বোধন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুরের

Posted On: 17 MAY 2023 2:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মে, ২০২৩

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর মিডিয়া ইউনিট এবং ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস (আইআইএস) – এর আধিকারিকরা সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অফিসারদের যোগাযোগের ক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনাকে খতিয়ে দেখতে বলেছেন। নতুন দিল্লিতে ‘সিটিজেন সেন্ট্রিক কম্যুনিকেশন অ্যাজ অ্যা টুল ফর গুড গভর্ন্যান্স’ শীর্ষক একদিনের এক ‘চিন্তন শিবির’ – এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পদস্থ আধিকারিকদের উদ্দেশে শ্রী ঠাকুর বলেন, সংবাদমাধ্যম জগতে দ্রুত পরিবর্তন আসছে এবং একুশ শতকের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তথ্য প্রচারের ব্যাপারে উপযুক্ত পদ্ধতি অবলম্বন করাও জরুরি।

সরকারের অংশীদার হিসেবে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আধিকারিকদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, সহযোগিতা এবং সঠিক পথ বেছে নেওয়ার ক্ষেত্রে এই চিন্তন শিবির এক অনন্য সুযোগ এনে দিয়েছে। সময়সীমা বেঁধে সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলি চিহ্নিত করে কাজ করার জন্য তিনি উপস্থিত আধিকারিকদের কাছে আর্জি জানান। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কর্মতৎপরতা ও নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি দেশের জন্য তাঁদের সেরাটুকু দেওয়ার আবেদন জানান শ্রী ঠাকুর।

তিনি বলেন, দেশের একটা বড় অংশের মানুষ সংবাদমাধ্যমের প্রচার সম্পর্কে অবহিত নন। তাঁরা টিভি দেখেন না, এমনকি খবরের কাগজও পড়েন না। তাঁদের কাছে পৌঁছনো আধিকারিকদের দায়িত্বের মধ্যে পড়ে বলে মন্তব্য করেন তিনি।

এই শিবিরে ৫টি বিষয় নিয়ে আধিকারিকদের বিভিন্ন গ্রুপের মধ্যে আলোচনা হবে। এগুলি হ’ল:

  • নাগরিকদের সঙ্গে অংশগ্রহণমূলক যোগাযোগ – জন ভাগীদারি
  • সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্যে গণযোগাযোগের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার
  • ভুল তথ্য চিহ্নিত করার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার পদ্ধতি চালু করা
  • আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো
  • গণপরিষেবা সম্প্রচারকে শক্তিশালী করা।

নতুন দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে একদিনের এই চিন্তন শিবির অনুষ্ঠিত হচ্ছে।

 

PG/MP/SB


(Release ID: 1924866) Visitor Counter : 138