কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

ভারত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে সম্পাদিত সহায়ক প্রযুক্তি কর্মসূচিতে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

Posted On: 17 MAY 2023 4:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মে, ২০২৩


উচ্চমানের সহায়ক প্রযুক্তির বিকাশ ও প্রসারে ভারতের স্বাস্থ্য গবেষণা দপ্তর (ডিএইচআর) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মধ্যে সম্পাদিত সহযোগিতা চুক্তিটি অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত আজকের এই বৈঠকে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই সহায়ক প্রযুক্তি সম্পর্কিত চুক্তি স্বাক্ষরের ঘটনাকে অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য গবেষণা দপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে এই সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০২২-এর ১০ অক্টোবর। এর লক্ষ্য হল গবেষণা, উদ্ভাবন এবং উপযুক্ত প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এই সহায়ক প্রযুক্তি সম্পর্কে বিশ্ববাসীকে আগ্রহী করে তোলা।


PG/SKD/DM/


(Release ID: 1924859) Visitor Counter : 132