প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ঋষিকেশের এইমস-এ মিলেট কাফে উদ্বোধনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 09 MAY 2023 10:05PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৯  মে, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঋষিকেশের এইমস-এ মিলেট কাফে উদ্বোধনের প্রশংসা করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী ডঃ ভারতী প্রবীন পাওয়ারের এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন;

“স্বাস্থ্য এবং কল্যাণের সঙ্গে জড়িত একটি জায়গায় শ্রীঅন্ন-কে জনপ্রিয় করার এ উত্তম উপায়।”

 

PG/AB/NS


(Release ID: 1924227) Visitor Counter : 126