প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এ মাসের ১৬ তারিখে রোজগার মেলার মাধ্যমে ৭১ হাজার প্রার্থীর মধ্যে নিয়োগপত্র বন্টন করবেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 15 MAY 2023 11:41AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ মে, ২০২৩

 

আগামী ১৬ মে, ২০২৩ বেলা সাড়ে দশটায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত ৭১ হাজার প্রার্থীর মধ্যে নিয়োগপত্র বন্টন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মঞ্চে বক্তব্যও রাখবেন তিনি।

দেশের নানা স্থানে আয়োজিত হবে রোজগার মেলা। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে প্রার্থীদের নিয়োগ করা হবে। এই উদ্যোগে সামিল হয়েছে কয়েকটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষও।

সারা দেশ থেকে নির্বাচিত প্রার্থীরা যোগ দেবেন গ্রামীণ ডাক সেবক, ইন্সপেক্টর অফ পোস্টস্‌, কমার্শিয়াল-কাম-টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক-কাম-টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্টস্‌ ক্লার্ক, ট্র্যাক মেন্টেনার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, ইন্সপেক্টরস্‌, নার্সিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, ফায়ারম্যান, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস্‌ অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, অডিটর, কনস্টেবল, হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট, প্রিন্সিপাল ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ অন্যান্য বিভিন্ন পদে।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার পূরণের এক বিশেষ পদক্ষেপ হিসাবে আয়োজিত হবে রোজগার মেলা। দেশের তরুণ ও যুবকদের ক্ষমতায়ন প্রচেষ্টায় এই ধরনের রোজগার মেলা বিশেষ অনুঘটকের কাজ করবে বলে মনে করা হচ্ছে।

যে সমস্ত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে, তাঁরা অনলাইন ওরিয়েন্টেশন কোর্স ‘কর্মযোগী প্রারম্ভ’র মঞ্চে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

 

PG/SKD/SB


(रिलीज़ आईडी: 1924210) आगंतुक पटल : 191
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Nepali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam