প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অভিষেকের পর রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিল্লা’কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Posted On: 06 MAY 2023 10:49PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৬  মে, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অভিষেক উপলক্ষে রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিল্লা’কে অভিনন্দন জানালেন।

প্রধানমন্ত্রী এক ট্যুইটে বলেছেন:

“তাঁদের অভিষেকের জন্য রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিল্লা’কে উষ্ণ অভিনন্দন। আমরা নিশ্চিত যে আগামীদিনে ভারত-ব্রিটেন সম্পর্ক আরও জোরদার হবে। @RoyalFamily”

 

PG/AC/NS


(Release ID: 1922750) Visitor Counter : 127