প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মন কি বাত-এর প্রশংসা করার জন্য বিল গেটস-কে ধন্যবাদ প্রধানমন্ত্রী

Posted On: 01 MAY 2023 12:30PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১  মে, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত-এর প্রশংসা করার জন্য বিল গেটস-কে ধন্যবাদ জানিয়েছেন।

ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন:

“আমার বন্ধু @BillGates-এর প্রশংসার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। এই গ্রহকে আরও উন্নত করার লক্ষ্যে #MannKiBaat-এ ভারতের মানুষের সম্মিলিত চেতনা প্রতিফলিত হয়েছে, যা নিয়ে মিস্টার গেটস-এরও বিশেষ আবেগ রয়েছে। @BMGFIndia-য় এসডিজি’র শক্তিশালী প্রতিফলন দেখতে পাই।”

 

PG/MP/NS


(Release ID: 1921180) Visitor Counter : 121