প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

৭৫ দিনেরও কম সময় আছে প্রধানমন্ত্রী সকল নাগরিককে অত্যন্ত উৎসাহের সঙ্গে ২০২৩-এর আন্তর্জাতিক যোগা দিবস পালনের আহ্বান জানিয়েছেন

प्रविष्टि तिथि: 09 APR 2023 10:27PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৯  এপ্রিল, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকল নাগরিককে অত্যন্ত উৎসাহের সঙ্গে ২০২৩-এর আন্তর্জাতিক যোগা দিবস পালনের আহ্বান জানিয়েছেন।

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোওয়ালের একটি ট্যুইট ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;

“২০২৩-এর আন্তর্জাতিক যোগা দিবস আসতে ৭৫ দিনেরও কম সময় আছে। আমি আপনাদের সকলকে দিনটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করতে এবং নিয়মিত যোগাসন করতে অনুরোধ করছি।”

PG/AP/NS


(रिलीज़ आईडी: 1916307) आगंतुक पटल : 129
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Punjabi , Gujarati , Kannada , Tamil , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Odia , Telugu