প্রধানমন্ত্রীরদপ্তর
সচেতনতা ও জন-অংশীদারিত্বের মাধ্যমে অপুষ্টির সমস্যা সমাধান করার বিষয়ে ওড়িশার বোলাঙ্গির-এর সাংসদের ট্যুইট শেয়ার করেছেন প্রধানমন্ত্রী
Posted On:
10 APR 2023 10:06AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সচেতনতা ও জন-অংশীদারিত্বের মাধ্যমে অপুষ্টির সমস্যা সমাধান করার বিষয়ে ওড়িশার বোলাঙ্গির-এর সাংসদ শ্রীমতী সঙ্গীতা কুমারি সিং দেও-য়ের একটি ট্যুইট শেয়ার করেছেন।
বোলাঙ্গির-এর সাংসদ তাঁর ট্যুইটে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের আওতায় সরকারের গৃহীত পোষণ অভিযানের প্রভাবের কথা তুলে ধরেন। তিনি আরও জানান, পোষণ অভিযান থেকে এখন নিশ্চিত হয়েছে যে নবজাতক শিশু সুস্থ ও সবল হয়ে উঠছে। তিনি স্বচ্ছ ভারত মিশন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর আহ্বানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, জন-অংশীদারিত্বের মাধ্যমে সরকারের এই প্রকল্পগুলি সফল হয়ে উঠছে।
প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“সচেতনতা ও জন-অংশীদারিত্বের মাধ্যমে অপুষ্টির সমস্যা মোকাবিলা প্রসঙ্গে এক আকর্ষণীয় ট্যুইটগুচ্ছ”।
PG/PM/NS
(Release ID: 1916237)
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam