প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী জাপানের জোতো ফায়ার স্টেশন দ্বারা শ্রীমতী দীপালি জাভেরি এবং শ্রী ওটা পুরস্কৃত হওয়ায় খুশি প্রকাশ করেছেন

Posted On: 06 APR 2023 9:47AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ এপ্রিল, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জোতো ফায়ার স্টেশন দ্বারা জাপানে বসবাসকারী ভারতীয় শ্রীমতী দীপালি জাভেরি এবং শ্রী ওটা পুরস্কৃত হওয়ায় খুশি প্রকাশ করেছেন। গত অক্টোবরে টোকিও-য় ২০২২-এর ডান্ডিয়া উৎসবের সময় অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করে তাঁকে সিপিআর এবং এইডি দেওয়ায় এই পুরস্কার।


ভারতে জাপানি দূতাবাসের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন :


“এটা খুব আনন্দদায়ক সংবাদ, আর এর থেকে বোঝা যায় যে কোনও মানুষকে সময়মতো সহায়তাদানের কতটা গুরুত্ব।”

PG/AP/DM


(Release ID: 1914380) Visitor Counter : 131