অর্থমন্ত্রক

ব্যাঙ্গালোরে আজ জি-২০’র ফিনান্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক ডেপুটিজ (এফসিবিডি) বৈঠকের সূচনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Posted On: 22 FEB 2023 2:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার তথা ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, ফিনান্স ট্র্যাক হ’ল জি-২০’র প্রক্রিয়া এবং বিশ্ব অর্থনৈতিক প্রচেষ্টা ও নীতিগত সমন্বয় সাধনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফিনান্স ট্র্যাক – এর ক্ষেত্রে বিশ্বের অর্থনৈতিক লক্ষ্য ও দৃষ্টিভঙ্গী, বিভিন্ন ঝুঁকি এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে, উন্নয়ন খাতে আর্থিক পরিকল্পনা, আর্থিক দিক থেকে বিশ্বে একটি সুরক্ষা বলয় গড়ে তোলা এবং আর্থিক অন্তর্ভুক্তি হ’ল এর কয়েকটি বিশেষ দিক। পরিকাঠামো খাতে অর্থ বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন, অর্থের যোগানকে নিরন্তর রাখা, স্বাস্থ্য খাতে অর্থ লগ্নি এবং আন্তর্জাতিক কর ব্যবস্থার খুঁটিনাটি বিষয়গুলিও এর সঙ্গে যুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্গালুরুতে আজ জি-২০’র ফিনান্স এবং সেন্ট্রাল ব্যাঙ্ক ডেপুটিজ (এফসিবিডি)-র দ্বিতীয় বৈঠকটির উদ্বোধন করছিলেন। তিনি তাঁর উদ্বোধনী ভাষণে ভারতের জি-২০’র সভাপতিত্বকালের গুরুত্বের কথা তুলে ধরে বলেন যে, এ বছরের থিম হিসাবে ‘বসুধৈব কুটুম্বকম্‌’ এই ভাবনাকে তুলে ধরা হয়েছে। বিশ্ব সমস্যার মোকাবিলায় সমবেতভাবে উদ্যোগী হয়ে ওঠার উপর ভারত যে বিশেষভাবে জোর দিয়েছে, তারই প্রতিফলন ঘটেছে এই থিম ভাবনার মধ্যে।

শ্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, কোভিড-১৯ অতিমারীজনিত পরিস্থিতি আমরা কাটিয়ে উঠলেও বিশ্ব অর্থনীতিতে এখনও তার যথেষ্ট প্রভাব রয়েছে। খাদ্য ও জ্বালানীর ক্ষেত্রে অনিশ্চয়তা, ব্যাপক মুদ্রাস্ফীতি, অতিরিক্ত ঋণের বোঝা, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব, ভৌগোলিক তথা রাজনৈতিক সংঘাত ও টানাপোড়েন এখন প্রতিনিয়ত বিশ্ব পরিস্থিতিকে জটিল করে তুলছে। উন্নয়নের উপর সর্বোচ্চ অগ্রাধিকার দানের মাধ্যমেই এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে শ্রী ঠাকুর তাঁর মত ব্যক্ত করেন। তিনি বলেন, জি-২০ ভুক্ত দেশগুলির পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সুচিন্তিতভাবে উন্নয়ন প্রচেষ্টায় সামিল হওয়া ছাড়া এখন গত্যন্তর নেই।

বহুপাক্ষিক মতবাদ ও মতামতের শক্তি উন্নয়নের একটি হাতিয়ার হয়ে উঠতে পারে বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, উন্নয়নের পথে বিবাদ-বিতর্ক থাকবেই। কিন্তু, সমষ্টিগতভাবে প্রতিটি দেশের আশা-আকাঙ্খার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা উচিৎ। এজন্য প্রয়োজন, গঠনমূলক ও ফলপ্রসূ মতবিনিময় ও আলোচনা। তা হলেই উন্নয়নের সর্বোচ্চ সুফল আমাদের নাগালে চলে আসবে।

 

PG/SKD/SB



(Release ID: 1901494) Visitor Counter : 88