প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রাক্তন রাজ্যপাল ওপি কোহলির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Posted On: 20 FEB 2023 8:44PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২০  ফেব্রুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন রাজ্যপাল ওপি কোহলির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন;

“ওপি কোহলিজির প্রয়াণে আমি মর্মাহত। দিল্লিতে আমাদের দলকে মজবুত করার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাংসদ এবং রাজ্যপাল হিসেবে তিনি জন-কল্যাণমূলক বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেন। শিক্ষা ক্ষেত্রের বিষয়েও ছিল তাঁর বিশেষ আগ্রহ। শোক-সন্তপ্ত পরিবারকে জানাই আমার সমবেদনা। ওম শান্তি।”

PG/PM/NS


(Release ID: 1901309) Visitor Counter : 122