প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এরো ইন্ডিয়া, ২০২৩-এর কয়েকটি ঝলক ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 13 FEB 2023 3:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩


এরো ইন্ডিয়া, ২০২৩-এর কয়েকটি ঝলক প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাগ করে নিয়েছেন।


একগুচ্ছ ট্যুইটের মাঝে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :


“এরো ইন্ডিয়া, ২০২৩ প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে ভারতের অগ্রগতির ছবিকে তুলে ধরেছে। এই অনুষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে একত্রিত করেছে তাঁদের উদ্ভাবনকে তুলে ধরতে। এরো ইন্ডিয়া, ২০২৩-এ অনন্য সাধারণ কর্ণাটক প্যাভিলিয়ন ঘুরে দেখেছি। মহাকাশ শিল্পে কর্ণাটকের সমৃদ্ধ অবদানে সারা দেশ গর্বিত।”

PG/AB/DM


(Release ID: 1899118) Visitor Counter : 151