প্রধানমন্ত্রীরদপ্তর
বিশ্ব বেতার দিবসে সমস্ত বেতার শ্রোতাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
Posted On:
13 FEB 2023 9:00AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
বিশ্ব বেতার দিবস উপলক্ষে সমস্ত বেতার শ্রোতা, আরজে এবং সম্প্রচার বাস্তুতন্ত্রের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৩ মন কি বাত অনুষ্ঠানের জন্য শ্রী মোদী দেশবাসীকে তাঁদের মতামত ও পরামর্শ ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
একগুচ্ছ ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন;
“বিশ্ব বেতার দিবস উপলক্ষে সমস্ত বেতার শ্রোতা, আরজে এবং সম্প্রচার বাস্তুতন্ত্রের সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা। উদ্ভাবনী অনুষ্ঠান এবং মানুষের সৃষ্টিশীল কাজকর্ম তুলে ধরার মধ্যে দিয়ে বেতার সকলের জীবনকে আলোকদীপ্ত করুক।”
“যেহেতু বিশ্ব বেতার দিবস তাই এই উপলক্ষে আমি সকলকে আগামী ২৬ তারিখে ৯৮তম #MannKiBaat অনুষ্ঠানের কথা স্মরণ করিয়ে দিতে চাই। এই উপলক্ষে আপনাদের মতামত ভাগ করে নিন। মাইগভ, নমো অ্যাপ-এ লিখে জানান অথবা ১৮০০-১১-৭৮০০ নম্বরে ফোন করে আপনাদের মতামত রেকর্ড করুন।”
PG/AB/NS
(Release ID: 1898815)
Visitor Counter : 115
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam