প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র সফর করবেন


প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ সরকারের ফ্ল্যাগশিপ বিনিয়োগ শীর্ষ সম্মেলনেরও উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী দুটি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন – মহারাষ্ট্রের দুটি তীর্থক্ষেত্রের মধ্যে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এই ট্রেন বিশেষ ভূমিকা নেবে

প্রধানমন্ত্রী সান্তাক্রুজ চেম্বুর সংযোগকারী রাস্তা এবং কুরার আন্ডারপাসেরও সূচনা করবেন

প্রধানমন্ত্রী মুম্বাইয়ে আলজামিয়া-তুস-সাইফিয়ার নতুন ভবনের সূচনা করবেন

Posted On: 08 FEB 2023 5:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র সফর করবেন। সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী লক্ষ্ণৌ যাবেন। সেখানে তিনি উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগ শিখর সম্মেলন, ২০২৩-এর সূচনা করবেন। বেলা ২-৪৫ মিনিট নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে দুটি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। তিনি দুটি সড়ক প্রকল্পও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এগুলি হল – সান্তাক্রুজ চেম্বুর সংযোগকারী রাস্তা এবং কুরার আন্ডারপাস প্রকল্প। এরপর বিকেল ৪-৩০ মিনিট মুম্বাইয়ের আলজামিয়া-তুস-সাইফিয়া নতুন ভবনের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী লক্ষ্ণৌতে

প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগ শিখর সম্মেলন, ২০২৩-এর উদ্বোধন করবেন। তিনি আন্তর্জাতিক বাণিজ্য শো এবং ইনভেস্ট ইউপি ২.০-রও উদ্বোধন করবেন।

উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগ শিখর সম্মেলন ২০২৩, ১০-১২ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হবে। উত্তরপ্রদেশ সরকারের ফ্ল্যাগশিপ বিনিয়োগ শিখর সম্মেলন এটি। নীতি নির্ধারক, শিক্ষাবিদ, চিন্তাবিদ, শিল্পক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি এবং বিশ্বের বিভিন্ন স্থানের নেতাদের এক মঞ্চে নিয়ে আসবে এই শিখর সম্মেলন। যৌথভাবে তাঁরা বাণিজ্যের সম্ভাবনা ও সহযোগিতার নানান দিক খতিয়ে দেখবেন।

ইনভেস্টর ইউপি ২.০ একটি সুসংহত এবং চাকুরি-কেন্দ্রিক বিনিয়োগ বাস্তুতন্ত্র। বিনিয়োগকারীদের জন্য এর বিশেষ গুরুত্ব রয়েছে।

মুম্বাইতে প্রধানমন্ত্রী

মুম্বাই-সোলাপুর বন্দে ভারত ট্রেন এবং মুম্বাই-সাঁইনগর শিরডি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে এগুলির যাত্রার সূচনা হবে। নতুন ভারতের জন্য উন্নত, কার্যকর, যাত্রীবান্ধব পরিবহণ পরিকাঠামো গঠনের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তা পূরণের ক্ষেত্রে এই দুটি ট্রেন হবে এক বিশেষ পদক্ষেপ।

মুম্বাই-সোলা্পুর বন্দে ভারত ট্রেনটি দেশের নবম বন্দে ভারত ট্রেন। বিশ্বমানের এই নতুন ট্রেনটি মুম্বাই এবং সোলাপুরের মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়ক হবে। এই ট্রেনটির মাধ্যমে সোলাপুরের সিদ্ধেশ্বর এবং আকালকোট তুলজাপুর, পান্ধারপুর ও পুণের নিকটে আলান্দির মধ্যে যোগাযোগ নিবিড় হবে।

মুম্বাই-সাঁইনগর শিরডি বন্দে ভারত ট্রেন হবে দেশের দশম বন্দে ভারত ট্রেন। এটি মহারাষ্ট্রের নাসিক, ত্রম্বকেশ্বর, সাঁইনগর শিরডি, সানি সিঙ্গানাপুরের মধ্যে যোগাযোগ বাড়াবে।

মুম্বাইয়ের সড়ক পথে যাত্রা আরও সহজ করতে ও যানবাহন চলাচলে গতি আনতে প্রধানমন্ত্রী সান্তাক্রুজ চেম্বুর সংযোগকারী রাস্তা (এসসিএলআর) এবং কুরার আন্ডারপাসটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। কুরলা থেকে ভাকোলা পর্যন্ত এই নতুন করিডরটি শহরের পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থা মজবুত করবে। কুরার আন্ডারপাস ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে চলাচলকারী যানবাহনের জন্য বিশেষ সুবিধাজনক হবে। সহজেই জনগণ রাস্তা পেরোতে পারবেন। পাশাপাশি, যানবাহনও বিনা বাধায় চলাচল করতে পারবে।

প্রধানমন্ত্রী মুম্বাইয়ের মারোলে আলজামিয়া-তুস-সাইফিয়া-র নতুন ভবনের উদ্বোধন করবেন। দাউদি বোহরা সম্প্রদায়ের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান আলজামিয়া-তুস-সাইফিয়া। সৈয়দানা মুফদ্দল সৈফুদ্দিনের নির্দেশনায় এই প্রতিষ্ঠানটিতে পড়াশোনা হয়।

 

PG/PM/DM/


(Release ID: 1897471) Visitor Counter : 157