প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী প্রথম দফার নাগপুর মেট্রো জাতির উদ্দেশে উৎসর্গ এবং দ্বিতীয় দফার নাগপুর মেট্রোর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন

ফ্রিডম পার্ক মেট্রো স্টেশন থেকে খাপরি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো সফর প্রধানমন্ত্রীর

Posted On: 11 DEC 2022 11:46AM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘প্রথম দফার নাগপুর মেট্রো’ জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। খাপরি মেট্রো স্টেশন থেকে দ্বিতীয় দফার নাগপুর মেট্রো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী খাপরি থেকে অটোমোটিভ স্কোয়ার এবং প্রজাপতি নগর থেকে লোকমান্য নগর পর্যন্ত দুটি ট্রেনের যাত্রা সূচনা করেন। নাগপুর মেট্রোর প্রথম দফার কাজ সম্পন্ন হয়েছে ৮ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে। দ্বিতীয় দফার মেট্রো প্রকল্প রূপায়ণে ব্যয় ধার্য হয়েছে ৬ হাজার ৭০০ কোটি টাকারও বেশি।

প্রধানমন্ত্রী নাগপুরে ফ্রিডম পার্ক মেট্রো স্টেশন থেকে মেট্রো সফর করে খাপরি মেট্রো স্টেশনে পৌঁছান। ফ্রিডম পার্ক মেট্রো স্টেশনে সওয়ার হওয়ার আগে প্রধানমন্ত্রী নাগপুর মেট্রো রেল প্রকল্প ঘুরে দেখেন। প্রত্যক্ষ করেন ‘স্বপ্নো সে বেহেতর’ প্রদর্শনীটিও। প্রধানমন্ত্রী নিজের জন্য এএফসি গেটের একটি ই-টিকিট ক্রয় করেন এবং পড়ুয়া, সাধারণ নাগরিক ও আধিকারিকদের সঙ্গে মেট্রো সফর করেন। যাত্রাকালে তিনি তাঁদের সঙ্গে আলাপচারিতাতেও অংশ নেন।

প্রধানমন্ত্রী ট্যুইটে বলেন, “নাগপুর মেট্রোর প্রথম দফার উদ্বোধন হওয়ায় আমি নাগপুরবাসীকে অভিনন্দন জানাই। আমি দুটি মেট্রোর যাত্রার সূচনা করলাম এবং সেই সঙ্গে মেট্রো সফরও করলাম। মেট্রো আরামদায়ক ও সুবিধাজনক।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্যুইটে বলা হয়েছে, “সফরকালে নাগপুর মেট্রোতে প্রধানমন্ত্রী পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। এছাড়াও, স্টার্টআপ ক্ষেত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন”।

মেট্রোতে খাপরি স্টেশনে পৌঁছনোর পর প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্দে, রাজ্যপাল শ্রী ভগৎ সিং কোশিয়ারি, উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী শ্রী নীতিন গড়করি।

প্রেক্ষাপট: শহরাঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে আরও একধাপ উন্নতি হ’ল। প্রধানমন্ত্রী প্রথম দফার নাগপুর মেট্রো জাতির উদ্দেশে উৎসর্গ করেন এবং অরেঞ্জ লাইনে খাপরি থেকে অটোমোটিভ স্কোয়ার এবং অ্যাকোয়া লাইনে প্রজাপতি নগর থেকে লোকমান্য নগর পর্যন্ত দুটি মেট্রোর যাত্রা সূচনা করেন। ৮ হাজার ৬৫০ কোটি টাকা ব্যয়ে প্রথম দফার মেট্রোর কাজ সম্পন্ন হয়েছে। নাগপুরে দ্বিতীয় দফার মেট্রোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ৬ হাজার ৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে এই প্রকল্প রূপায়িত হবে।

PG/PM/SB



(Release ID: 1883447) Visitor Counter : 121