প্রধানমন্ত্রীরদপ্তর

কাশী তামিল সঙ্গমম-এর উদ্যোগ, আয়োজন ও উদ্দেশ্য সম্পর্কে নাগরিকদের মতামত ও প্রতিক্রিয়ায় সাড়া দিলেন প্রধানমন্ত্রী

কাশী তামিল সঙ্গমম হল এক বিশেষ উদ্ভাবনী কর্মসূচি যার মধ্য দিয়ে সাংস্কৃতিক বিনিময়ের প্রসার ঘটবে; এ হল ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক বিশেষ উদযাপন

Posted On: 20 NOV 2022 9:56AM by PIB Kolkata


নয়াদিল্লি,  ২০  নভেম্বর, ২০২২

কাশী তামিল সঙ্গমম সম্পর্কে দেশের নাগরিকদের মতামত ও প্রতিক্রিয়ায় সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। গতকালই উত্তরপ্রদেশের বারাণসীতে এই সম্মেলনের উদ্বোধন করেছিলেন তিনি। কাশী ও তামিলনাড়ুর মধ্যে কালোত্তীর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলার লক্ষ্যে এই ধরণের উদ্যোগ আয়োজনের বিশেষ প্রশংসা করেছেন নাগরিকরা। কাশী ও তামিলনাড়ু- এই দুটি স্থান বা অঞ্চল ছিল শিক্ষা ক্ষেত্রে ভারতের সুপ্রাচীন পীঠভূমি। কাশী ও তামিলনাড়ুর বিশেষ ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তাঁদের মতামতের প্রাপ্তি স্বীকার করেছেন ট্যুইট বার্তার মাধ্যমে।

কাশী তামিল সঙ্গমম সম্পর্কে যে অসংখ্য মতামত ও প্রতিক্রিয়া পাওয়া গেছে দেশের নাগরিকদের কাছ থেকে তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন, ‘এ হল এক বিশেষ সম্পর্কের বন্ধন যা লালন করে এসেছেন দেশের বহু মহান ব্যক্তিত্ব।’

এক নাগরিকের মতামতের জবাবে শ্রী মোদী বলেছেন, ‘কাশী তামিল সঙ্গমম হল এক উদ্ভাবনী কর্মসূচি যার মধ্য দিয়ে সংস্কৃতি বিনিময়ের পথ সুপ্রশস্ত হবে। এই সম্মেলন তথা উৎসব হল ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যেরই এক উদযাপন।’

নাগরিকদের অন্য আর একটি প্রতিক্রিয়ার উত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘তামিল হল একটি খুব সুন্দর ভাষা। সেইসঙ্গে তামিল সংস্কৃতি সারা বিশ্বেই বিশেষভাবে জনপ্রিয়।’

PG/SKD/NS



(Release ID: 1877672) Visitor Counter : 103