অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গে গত বছরের তুলনায় এ বছরের অক্টোবরে জিএসটি রাজস্ব আদায়ের পরিমাণ ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে

অক্টোবরে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ ১,৫১,৭১৮ কোটি টাকা

Posted On: 01 NOV 2022 12:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১  নভেম্বর, ২০২২

অক্টোবর মাসে জিএসটি খাতে রাজস্ব আদায়ের পরিমাণ গত বছরের অক্টোবর থেকে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে পশ্চিমবঙ্গে জিএসটি বাবদ রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। ত্রিপুরায় এই বৃদ্ধির হার ১৪ শতাংশ। তবে আসামে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে কম রাজস্ব আদায় হয়েছে। আসামে এর পরিমাণ ১৩ শতাংশ এবং আন্দামানে ১০ শতাংশ।

পশ্চিমবঙ্গে গত বছর জিএসটি খাতে অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছিল ৪২৫৯ কোটি টাকা, এ বছর তা ১১০৮ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬৭ কোটি টাকা। ত্রিপুরায় গত বছর অক্টোবরে ৬৭ কোটি টাকা জিএসটি খাতে রাজস্ব আদায় হয়েছিল। এ বছরের অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ কোটি টাকা।

দেশে অক্টোবর মাসে জিএসটি খাতে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ১,৫১,৭১৮ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রের প্রাপ্য ২৬,০৩৯ কোটি টাকা। রাজ্যগুলির জিএসটি-র পরিমাণ ৩৩,৩৯৬ কোটি টাকা। আমদানি করা পণ্য থেকে শুল্ক আদায় সহ সুসংহত জিএসটি বা আইজিএসটি-র পরিমাণ ৮১,৭৭৮ কোটি টাকা। বিভিন্ন পণ্যের ওপর ধার্য করা সেস থেকে ১০,৫০৫ কোটি টাকা আদায় হয়েছে। এর মধ্যে আমদানি করা পণ্যের থেকে সেস আদায়ের পরিমাণ ৮২৫ কোটি টাকা।

আইজিএসটি থেকে সিজিএসটি-তে ৩৭ হাজার ৬২৬ কোটি টাকা এবং রাজ্যগুলির জন্য এসজিএসটি-তে ৩২,৮৮৩ কোটি টাকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি কেন্দ্র ২২ হাজার কোটি টাকা অ্যাডহক ভিত্তিতে সম-পরিমাণে রাজ্যগুলির মধ্যে ভাগ করে নিয়েছে।

এ বছরের এপ্রিল মাসের পর অক্টোবর মাসে দেড় লক্ষ কোটি টাকার বেশি জিএসটি আদায় হল। গত ৮ মাস ধরে ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকার বেশি জিএসটি রাজস্ব আদায় হয়েছে। সেপ্টেম্বর মাসে ৮.৩ কোটি ই-ওয়ে বিল থেকে এবং আগস্ট মাসে ৭.৭ কোটি ই-ওয়ে বিল থেকে জিএসটি আদায় হয়েছে।

 

PG/CB/NS


(Release ID: 1872685) Visitor Counter : 249