প্রধানমন্ত্রীরদপ্তর

ভারতীয় ভাষাগুলির প্রতি উপ-রাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নাইডুর শ্রদ্ধা ও অনুরাগের বিশেষ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

Posted On: 08 AUG 2022 8:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ আগস্ট ২০২২

 

জিএমসি বালাযোগী প্রেক্ষাগৃহে আয়োজিত উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রদত্ত এক ভাষণে সংসদের ক্ষমতা এবং সাংসদ ও সংসদীয় কমিটিগুলির কাজের দক্ষতা বৃদ্ধির জন্য শ্রী ভেঙ্কাইয়া নাইডুর অনলস কর্মপ্রচেষ্টার বিশেষ প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শ্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে তাঁর যোগাযোগ দীর্ঘদিনের। অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকারের পল্লী উন্নয়ন দপ্তরটি ছিল তাঁর বিশেষ পছন্দের এবং বিশেষ সম্মান ও দক্ষতার সঙ্গেই তিনি সামলেছিলেন এই দপ্তরটিকে। পল্লী উন্নয়ন এবং নগরোন্নয়ন – দুটি দপ্তরেরই দেখাশোনা করতেন তিনি। উপ-রাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে বিশেষ দক্ষতার সঙ্গেই তিনি কাজকর্ম পরিচালনা করতেন। তাঁর সময়জ্ঞান ছিল প্রখর এবং নিয়মানুবর্তিতাকে তিনি বরাবরই অনুসরণ করে এসেছেন। করোনা অতিমারীকালে তাঁর ভূমিকা ছিল উল্লেখ করার মতো। তিনি সূচনা করেছিলেন এক ‘টেলি-যাত্রা’র, যেখানে তিনি জনজীবনের সঙ্গে যুক্ত তাঁর পরিচিতদের নানাভাবে পরামর্শ ও সান্ত্বনা যুগিয়ে এসেছেন ঐ কঠিন সময়টি অতিক্রম করার জন্য। এক বিশেষ ঘটনার স্মৃতিচারণ প্রসঙ্গে শ্রী মোদী বলেন যে একবার বিহার সফরকালে শ্রী নাইডুর হেলিকপ্টার জরুরি অবতরণে মাটিতে নেমে আসে। সেই সময় একজন কৃষক তাঁকে সাহায্য করেছিলেন। তারপর থেকে আজ পর্যন্ত ঐ কৃষক ও তাঁর পরিবারের সঙ্গে শ্রী নাইডু বরাবরই যোগাযোগ রক্ষা করে এসেছেন। আগামীদিনেও তিনি জনজীবনের সঙ্গে যুক্ত সকলকে নানাভাবে উৎসাহ ও পরামর্শ দিয়ে যাবেন বলেই প্রধানমন্ত্রী আশাব্যক্ত করেন।

ভারতীয় ভাষাগুলির প্রতি শ্রী নাইডুর শ্রদ্ধা ও অনুরাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সঠিক শব্দের ব্যবহার সম্পর্কে তাঁর আগ্রহ ছিল বরাবরই। রাজ্যসভার সঙ্গে যুক্ত সকলকেই তিনি নতুন নতুন ভালো শব্দ চয়ন করে সংসদের বিতর্কে ব্যবহারে উৎসাহ দিয়ে এসেছেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে দেশের বিভিন্ন মাতৃভাষা এইভাবেই আরও সমৃদ্ধ হয়ে উঠতে পারে। ভালো ও সঠিক শব্দ ব্যবহারকে যদি আমরা প্রতি বছর একটি বিশেষ ঘটনা হিসেবে চিহ্নিত করতে পারি, তাহলে ভাষার প্রতি শ্রী নাইডুর ভালোবাসা ও অনুরাগকে আমরা যথাযথভাবে অনুসরণ করতে পারব বলে মনে করেন প্রধানমন্ত্রী।

 

PG/SKD/DM/



(Release ID: 1850573) Visitor Counter : 109