প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কমনওয়েলথ গেমস, ২০২২-এ পুরুষদের সিঙ্গলস টেবিল টেনিস প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ী সাথিয়াঁ জ্ঞানশেখরনকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 08 AUG 2022 7:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ আগস্ট ২০২২

 

বার্মিংহামের কমনওয়েলথ গেমস, ২০২২-এ পুরুষদের সিঙ্গলস টেবিল টেনিস বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী সাথিয়াঁ জ্ঞানশেখরনকে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর নিষ্ঠা, ধৈর্য ও মনোবলের অকুন্ঠ প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী।

এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, “কমনওয়েলথ গেমস-এর প্রথম থেকেই সাথিয়াঁর সাফল্য বিস্ময়কর। টেবিল টেনিসে ব্রোঞ্জ পদক লাভের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। তাঁর নিষ্ঠা ও মনোবল প্রশংসার দাবি রাখে। আগামীদিনের খেলাগুলিতেও তিনি পারদর্শিতা দেখাবেন বলেই আমার স্থির বিশ্বাস।#Cheer4India”

 

PG/SKD/DM/


(Release ID: 1850543) Visitor Counter : 132