প্রধানমন্ত্রীরদপ্তর

উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

Posted On: 08 AUG 2022 1:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ আগস্ট ২০২২

উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডুর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আজ যোগ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি শ্রী ভেঙ্কাইয়া নাইডুর ভূয়সী প্রশংসা করে বলেন, আমরা এ বছর স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি এমন একটি সময়ে যখন দেশের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ এবং প্রধানমন্ত্রী – সকলেই জন্মগ্রহণ করেছেন স্বাধীনতা-উত্তরকালে। তাঁদের প্রত্যেকেই উঠে এসেছেন খুব সাধারণ পরিবারগুলি থেকে। এর একটি প্রতীকী অর্থ রয়েছে যা এক নতুন যুগের সূচক।

জনজীবনে যুক্ত হওয়ার সময় থেকেই দেশের যুব সমাজকে উপ-রাষ্ট্রপতি বরাবরই উৎসাহ যুগিয়ে এসেছেন। উপ-রাষ্ট্রপতি হিসেবে যুবকল্যাণে তিনি আত্মনিয়োগ করেছিলেন। বিভিন্ন সময় শ্রী এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দলের কর্মী হিসেবে শ্রী ভেঙ্কাইয়া নাইডুর মতাদর্শগত অঙ্গীকার, বিধায়ক হিসেবে তাঁর সাফল্য, সাংসদ হিসেবে তাঁর কর্মচাঞ্চল্য এবং ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট রূপে তাঁর সাংগঠনিক দক্ষতা বিশেষ প্রশংসার দাবি রাখে। কেন্দ্রের মন্ত্রী হিসেবে তাঁর কঠিন শ্রম ও বিচক্ষণতা এবং উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান রূপে তাঁর নিষ্ঠা ও মর্যাদাপূর্ণ অভিব্যক্তি আমাদের মুগ্ধ করেছে। স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন যে শ্রী ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করে এসেছেন বহু বছর ধরেই। কোনও দায়িত্ব গ্রহণেই শ্রী নাইডু কখনও পিছিয়ে যাননি। তাই যাঁরা জনজীবনের সঙ্গে যুক্ত, তাঁদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে শ্রী ভেঙ্কাইয়া নাইডুর কাছে।

উপ-রাষ্ট্রপতি তাঁর বক্তব্য ও আলোচনায় শব্দের ব্যবহারে যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তারও  উল্লেখ করেন শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, শ্রী ভেঙ্কাইয়া নাইডুর প্রতিটি শব্দই মন দিয়ে শোনার, উপলব্ধি করার এবং অনুসরণ করার। তাঁর শব্দ ব্যবহারে আপত্তি বা বিরোধিতা করার কোনও পথ ছিল না। শুধু তাই নয়, একটিমাত্র ছত্রে তিনি যেভাবে নিজেকে প্রকাশ করতে পারতেন তা সকলের কাছেই সুবিদিত, কারণ ভাষার ওপর তাঁর দখল ছিল অসাধারণ। সংসদ এবং তার বাইরে যে শব্দ ও বাক্যে তিনি নিজেকে প্রকাশ করতেন তার প্রভাব ছিল বিরাট। কারণ তাঁর বক্তব্যের সারবত্তার সঙ্গে গভীরতার এক বিশেষ মেলবন্ধন ঘটত। অতুলনীয় ছিল তাঁর শব্দ চয়ন যার মধ্য দিয়ে ফুটে উঠত তাঁর জ্ঞানের গভীরতা।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ ভারতে শ্রী ভেঙ্কাইয়া নাইডুর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল খুবই সরল ও অনাড়ম্বরভাবে। একজন সাধারণ রাজনৈতিক কর্মী থেকে দলের সভাপতি হয়ে ওঠার ঘটনার মধ্যে প্রতিফলিত হয়েছিল তাঁর এগিয়ে চলার অদম্য মানসিকতা যা তাঁর মতাদর্শ ও ধৈর্য্যের সঙ্গে ছিল সম্পৃক্ত। দেশকে যদি আমরা ভালোবাসি, সঠিকভাবে আমাদের মতামত যদি আমরা প্রকাশ করতে পারি, ভাষাগত বৈচিত্র্যের ওপর যদি আমাদের আস্থা থাকে, তাহলে কোনও একটি বিশেষ অঞ্চল বা ভাষা যে কখনই কাজের জগতে অন্তরায় হয়ে উঠতে পারে না তা প্রমাণ করেছেন শ্রী ভেঙ্কাইয়া নাইডু স্বয়ং। প্রত্যেকটি ভারতীয় ভাষার প্রতি তিনি ছিলেন শ্রদ্ধাশীল। রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করার সময় এই পরিচয় আমরা পেয়েছি। রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তাঁর মেয়াদকালে সেখানকার কাজও শুধুমাত্র বহুগুণে বৃদ্ধি পায়নি, আলাপ-আলোচনার পরিসর ও পরিধিও পেয়েছে এক নতুন মাত্রা। বহু ঘটনায় তিনি এমন এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা রাজ্যসভার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সংসদে তিনি বিতর্ক ও আলোচনাকে এমন এক মাত্রায় উন্নীত করেছিলেন যেখানে বিমূর্ত হয়ে উঠেছিল গণতন্ত্রের পূর্ণতা।


PG/SKD/DM



(Release ID: 1849879) Visitor Counter : 145