অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

আজাদি কা অমৃত আইকনিক সপ্তাহের অঙ্গ হিসাবে সিবিআইসি-র পক্ষ থেকে মাদন নিধন দিবস আগামীকাল


দেশের ১৩টি জায়গায় প্রায় ৪২ হাজার কিলোগ্রাম মাদক ধ্বংস করা হবে

Posted On: 07 JUN 2022 7:11AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ জুন, ২০২২

 

স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আইকনিক সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এই সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসাবে কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগ (সিবিআইসি) আগামীকাল (৮ই জুন) এই মাদক নিধন দিবস পালন করবে। দেশের ১৩টি জায়গায় প্রায় ৪২ হাজার কিলোগ্রাম মাদক ধ্বংস করা হবে। 

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন ভার্চ্যুয়াল পদ্ধতিতে গুয়াহাটি, লক্ষ্ণৌ, মুম্বাই, মুন্দ্রা/কান্ডলা, পাটনা ও শিলিগুড়িতে যে মাদক নষ্ট করার প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে, তা প্রত্যক্ষ করবেন। এই উপলক্ষে তিনি আধিকারিকদের উদ্দেশে ভাষণ দেবেন। 

 

CG/BD/SB



(Release ID: 1831776) Visitor Counter : 150