প্রধানমন্ত্রীরদপ্তর

কৃষকদের আয় বাড়াতে সরকারের উদ্যোগ নিয়ে একটি নিবন্ধ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী


এছাড়াও অন্নদাতাদের কল্যাণের প্রতি সরকারের প্রতিশ্রুতির উপর MyGov ট্যুইটের যোগসূত্র শেয়ার করা হয়েছে

Posted On: 03 JUN 2022 5:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ জুন, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী narendramodi.in ওয়েবসাইটের একটি নিবন্ধ শেয়ার করেছেন, যেখানে কৃষকদের আয় বাড়ানোর জন্য সরকারের প্রয়াসের তথ্য রয়েছে।
 
প্রধানমন্ত্রী ট্যুইটে জানিয়েছেন;
 
“পশুপালন থেকে শুরু করে মৎস্য চাষ, বনপালন বিদ্যা থেকে মৌমাছি পালন পর্যন্ত, আমাদের সরকার সংশ্লিষ্ট কর্মকাণ্ডের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর জন্য একাধিক প্রয়াস চালিয়েছে। #কৃষিকল্যাণের৮বছর”
 
অন্নদাতাদের কল্যাণের প্রতি সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী MyGov ট্যুইটের যোগসূত্র শেয়ার করেছেন। 
 
প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন;
 
“দেশের অন্নদাতাদের ক্ষমতায়ন থেকে নতুন ভারত একটি শক্তিশালী ভিত্তি পাচ্ছে। বীজ থেকে বাজার পর্যন্ত, আমরা প্রতিটি ক্ষেত্রে তাদের সর্বাত্মক উন্নয়নে লক্ষ্য রেখেছি। আমাদের কৃষক ভাই-বোনেদের সংকল্প-শক্তির কারণে ভারত কৃষি ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। #কৃষিকল্যাণের৮বছর”
 
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন যে, কৃষক ভাই ও বোনেদের বিভিন্ন প্রকল্পের ১০০ শতাংশ সুবিধা দেওয়া হচ্ছে। 
 
প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন;
 
“আমাদের সরকার কৃষক ভাই ও বোনেদের প্রকল্পগুলির ১০০ শতাংশ সুবিধাদানের জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। পিএম-কিষান প্রকল্প থেকে রেকর্ড বাজেট বরাদ্দ বা উৎপাদন খরচের দেড়গুণ এমএসপি, সয়েল হেল্থ কার্ড থেকে ই-ন্যাম পর্যন্ত, এমন অনেক প্রকল্প রয়েছে যা অন্নদাতাদের নতুন শক্তি জুগিয়েছে”।
 
CG/SS/SKD/


(Release ID: 1831160) Visitor Counter : 105