যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

শ্রী অনুরাগ ঠাকুর আগামীকাল নতুন দিল্লীতে মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে বিশ্ব সাইকেল দিবসে জাতীয় স্তরের এক কর্মসূচির সূচনা করবেন

Posted On: 02 JUN 2022 1:11PM by PIB Kolkata

নয়াদিল্লী,   ০২ জুন, ২০২২

 

আজাদি কা অমৃত মহোৎসব- ইন্ডিয়া@৭৫ উদ্যোগের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক আগামীকাল সারা দেশে বিশ্ব সাইকেল দিবস উদযাপন করবে। বিশ্ব সাইকেল দিবস উদযাপনের অঙ্গ হিসেবে যুব বিষয়ক দপ্তর দুটি যুব সংগঠন নেহরু যুব কেন্দ্র সংগঠন এবং ন্যাশনাল সার্ভিস স্কিমের মাধ্যমে সারা দেশে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে দিল্লীতে সাইকেল দিবসের সূচনা অনুষ্ঠান, ৩৫টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী, ৭৫টি গুরুত্বপূর্ণ স্থান এবং সমস্ত ব্লকে সাইকেল র্যা লি। 

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আগামীকাল দিল্লীর মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম থেকে জাতীয় স্তরের কর্মসূচির সূচনা করবেন। এই উপলক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রী ৭৫০ জন তরুণ সাইকেল চালকের সঙ্গে অংশ নিয়ে সাড়ে ৭ কিলোমিটার সাইকেলে অতিক্রম করবেন। এছাড়াও ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানীতে, ৭৫টি গুরুত্বপূর্ণ স্থানে এবং সমস্ত ব্লকেও সাইকেল র্যা লির আয়োজন করা হয়েছে। সারা দেশে আয়োজিত এই সাইকেল র্যা লিতে ১ লক্ষ ২৯ হাজারেরও বেশি সাইকেল চালক একদিনেই ৯ লক্ষ ৬৮ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করবেন। 

বিশ্ব সাইকেল দিবসে এ ধরণের উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যই হল দৈনন্দিন জীবনে দৈহিক ফিটনেস বজায় রাখতে সাইকেল চালানোর প্রতি সাধারণ মানুষকে উৎসাহিত করা যাতে স্থূলতা, অলসতা, অবসাদ ও বিভিন্ন ধরণের অসুখ থেকে নিরাপদ থাকা যায়। শুধু তাই নয় সাধারণ মানুষের মধ্যে সাইকেল চালানোর প্রতি উৎসাহ বাড়লে কার্বন নিঃসরণের পরিমাণও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিশ্ব সাইকেল দিবস উদযাপনের মধ্য দিয়ে সাধারণ মানুষকে দৈনিক অন্তত ৩০ মিনিট শারীরিক কসরতের অঙ্গীকার গ্রহণে উদ্বুদ্ধ করা হবে। 

 

CG/BD/NS



(Release ID: 1830559) Visitor Counter : 77