তথ্যওসম্প্রচারমন্ত্রক

অবাধ তথ্য সরবরাহ এবং সঠিক তথ্য সম্প্রচার করা অত্যন্ত জরুরী : শ্রী অনুরাগ ঠাকুর


কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর সপ্তদশ এশিয়া মিডিয়া সামিটে বক্তব্য রাখার সময় কোভিড-১৯ মহামারীর বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে গুরত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় ভারতীয় সংবাদ মাধ্যমের প্রশংসা করেছেন

Posted On: 25 MAY 2022 4:41PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৫ মে,  ২০২২
 
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর কোভিড মহামারীর সময়ে ভারতীয় সংবাদ মাধ্যম জগতের ভূমিকার প্রশংসা করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সপ্তদশ এশিয়া সংবাদমাধ্যম সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্ত্রী বক্তব্য রেখেছেন। তিনি বলেন, কোভিড সময়কালে ভারতীয় সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা, চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শদানের ব্যবস্থা করে। আকাশবাণী ও দূরদর্শন জনপরিসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তারা মাঠ পর্যায় থেকে বিভিন্ন প্রতিবেদন তৈরি করেছে। এছাড়াও জনস্বাস্থ্য বিষয়ক নতুন নতুন অনুষ্ঠান সম্প্রচার করেছে। মহামারীর সময়ে গুজব রটানোর প্রসঙ্গে উল্লেখ করে মন্ত্রী বলেন, তথ্য যাচাই না করে সংবাদমাধ্যম যদি ভুল খবর প্রচার করে, তাহলে মানুষের মধ্যে অহেতু আতঙ্কের সৃষ্টি হয়।এ কারণে  কোন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক শাখা গড়ে তোলা হয়েছে।
    
মন্ত্রী কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ১৩০ কোটি জনসংখ্যার দেশকে টিকাকরণ অভিযান সফল করতে হবে। মন্ত্রী জানান, করোনা ভাইরাসের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া  সত্ত্বেও অনেকেই টিকা নেওয়ার ক্ষেত্রে অনিহা ছিল। কিন্তু সরকার, কোভিড যোদ্ধা এবং সুশীল সমাজের যৌথ উদ্যোগে টিকাকরণের কাজ সুন্দরভাবে এগিয়ে চলেছে।
   
এবছরের এশিয়া সংবাদমাধ্যম শীর্ষ সম্মেলনের মূল ভাবনা 'ভবিষ্যৎ-এর অগ্রগতি , সংবাদমাধ্যমের পুনর্বিন্যাস '। মন্ত্রী বলেন, আজ প্রযুক্তি নির্ভর সংবাদমাধ্যমের কারণে উদ্ভাবন ত্বরান্বিত হচ্ছে। এছাড়াও নতুন নতুন বিভিন্ন সরঞ্জাম সংবাদমাধ্যমের সম্প্রচারের কাজে সহায়ক হচ্ছে। তিনি বলেন, 5G প্রযুক্তি সংবাদমাধ্যমের বিষয়বস্তুর মানোন্নয়ন ঘটাতে সাহায্য করবে এবং দ্রুততার সঙ্গে তা গ্রাহকের কাছে পৌঁছে দেবে। তবে, যতই প্রযুক্তির উন্নয়ন হোক না কেন, সংবাদের বিষয়বস্তুর সত্যতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আমরা তথ্যের অধিকার নিয়ে কথা বলি। একই সঙ্গে আমাদের সঠিক তথ্য প্রচারের ওপর বিশেষ গুরুত্বে দিতে হবে।
  
শ্রী ঠাকুর  এই প্রসঙ্গে কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমার বিশ্বজুড়ে জনপ্রিয়তার কথা জানান। উৎসবে দর্শকরা ভারতীয় সিনেমাগুলির যথেষ্ট প্রশংসা করেছেন। প্রতি বছর ভারতে তিন হাজার সিনেমা মুক্তি পায়। বিশ্বে সব থেকে বেশি চলচ্চিত্র ভারতেই তৈরি হয়।
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের গৌরবময় সংস্কৃতিকে রক্ষা করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে থাকেন। তাঁর পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন গড়ে তোলা হয়েছে। এই সংস্থা অতীত দিনের চলচ্চিত্রগুলিকে প্রদর্শনযোগ্য করে তোলার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ভাষার ২ হাজার ২০০টি সিনেমাকে প্রদর্শনযোগ্য করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী চান, আমরা আমাদের ঐতিহাসিক মূল্যবোধ ঐতিহ্য ও সংস্কৃতিক পরম্পরাকে আমরা সবাই রক্ষা করি। স্বাধীনতা আন্দোলনের সময় যে স্বাধীনতা সংগ্রামীরা আত্মত্যাগ করেছেন, তাঁদের বিষয়ে আমাদের তরুণ প্রজন্মকে জানানো হচ্ছে। মন্ত্রী তাঁর ভাষণের শেষে সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেন এবং জানান, জনমত গঠনের ক্ষেত্রে এবং ক্ষমতায়নের জন্য সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 
 
CG/CB/AS/


(Release ID: 1828495) Visitor Counter : 112