প্রধানমন্ত্রীরদপ্তর
জাপানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
Posted On:
23 MAY 2022 6:25PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩শে মে, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাপানে ভারতীয় বংশোদ্ভুত ৭০০র বেশি সদস্যের সঙ্গে মতবিনিময় করেছেন।
এই অনুষ্ঠানের প্রাক্কালে, যারা ভারত ও জাপানের মধ্যে সাংস্কৃতিক বন্ধন নিবিড় করা এবং দুটি দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, এধরণের কয়েকজনের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। এদের মধ্যে জাপানী ভারততত্ত্ববিদ, ক্রীড়াব্যক্তিত্ব ও শিল্পীরা ছিলেন। প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী ভারতীয় পুরস্কার প্রাপকদের সঙ্গেও সাক্ষাৎ করেন। জাপানে বর্তমানে ৪০ হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভুত মানুষ রয়েছেন।
ভারতীয় সম্প্রদায়ের দক্ষতা, প্রতিভা ও শিল্পোদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জাপানে বসবাস সত্ত্বেও তাঁরা মাতৃভূমির সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছেন। দুটি দেশের মধ্যে নিবিড় সাংস্কৃতিক প্রসঙ্গ উল্লেখ করার সময় প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি সাম্প্রতিক সময়ে পরিকাঠামো, প্রশাসন, পরিবেশবান্ধব উদ্যোগ, ডিজিটাল বিপ্লব সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থ-সামাজিক উন্নয়ন ও যে সব সংস্কারমূলক উদ্যোগ ভারতে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানান। শ্রী মোদী ভারতীয় সম্প্রদায়কে ‘ভারত চলো, ভারত সে জুড়ো’ – অর্থাৎ ভারতে চলুন এবং ভারতের সঙ্গে যুক্ত হন, অভিযানে সামিল হওয়ার আহ্বান জানান।
CG/CB/SFS
(Release ID: 1827790)
Visitor Counter : 177
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam