প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

সজিবু চেরাওবা উপলক্ষে প্রধানমন্ত্রী মণিপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

Posted On: 02 APR 2022 8:53AM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২ এপ্রিল, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সজিবু চেরাওবা উপলক্ষে সকলকে বিশেষকরে, মণিপুরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 
 
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, "প্রত্যেককে বিশেষকরে, মণিপুরবাসীকে সজিবু চেরাওবা উপলক্ষে অভিনন্দন। আগামী বছর সকলের জন্য আনন্দময় ও স্বাস্থ্যকর হয়ে উঠুক এই প্রার্থনা করি"।
 
 
CG/BD/AS/

(Release ID: 1812803) Visitor Counter : 165