কেন্দ্রীয়মন্ত্রিসভা

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ২০২২-এর পয়লা জানুয়ারি থেকে অতিরিক্ত আরও এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 30 MAR 2022 2:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারি এবং পেনশনভোগীদের জন্য ২০২২-এর পয়লা জানুয়ারি থেকে অতিরিক্ত আরও এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। বর্তমানে মূল বেতন এবং পেনশনের ওপর ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়। মূল্যবৃদ্ধির কারণে এখন আরও ৩ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

সপ্তম কেন্দ্রীয় পে কমিশনের সুপারিশক্রমে নির্দিষ্ট  সূত্র অনুযায়ী অতিরিক্ত মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারিত হয়েছে। এর ফলে সরকারের প্রতি বছর মহার্ঘ ভাতা-বাবদ ৯ হাজার ৫৪৪ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হবে। এর সুবিধা ৪৭ লক্ষ ৬৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ ৬২ হাজার পেনশনভোগী পাবেন।

 

CG/CB/DM/



(Release ID: 1811638) Visitor Counter : 423