প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পরীক্ষা পে চর্চা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 30 MAR 2022 10:05AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এ বছরের পরীক্ষা পে চর্চা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ দেখা দিয়েছে, তার প্রশংসা করেছেন। লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠান সম্পর্কে তাঁদের মূল্যবান মতামত ও চিন্তাভাবনা ব্যক্ত করেছেন। শ্রী মোদী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অবদান রাখার জন্য ছাত্রছাত্রী, পিতামাতা ও শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছেন।
 
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “এ বছরের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠান নিয়ে অভূতপূর্ব উৎসাহ দেখা যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ তাঁদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সমস্ত ছাত্রছাত্রী, পিতামাতা ও শিক্ষক-শিক্ষিকা, যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, আমি তাঁদের ধন্যবাদ জানাই। 
 
আগামী পয়লা এপ্রিল এই অনুষ্ঠানের জন্য আমি অপেক্ষায় রয়েছি”।
 
CG/BD/SB

(Release ID: 1811379) Visitor Counter : 120