স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কেন্দ্র ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনছে

Posted On: 28 FEB 2022 2:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২২


বিদেশ মন্ত্রক, অসামরিক বিমান চলাচল মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যৌথভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ইউক্রেন থেকে আসা ভারতীয়দের সবরকম সাহায্য করছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নীতি-নির্দেশিকার পরিবর্তন করেছে। মানবিক কারণে এই নীতি-নির্দেশিকায় কিছু ছাড় দেওয়া হয়েছে। এগুলি হ’ল –

বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বাধ্যতামূলক আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ আসা বা সম্পূর্ণ টিকাকরণের শংসাপত্র ইউক্রেন থেকে আসা ভারতীয়দের বাধ্যতামূলক নয়। এয়ার সুবিধা পোর্টালে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া থেকে এদের ছাড় দেওয়া হয়েছে।

যাঁরা (যে কোনও দেশ থেকে) টিকা নিয়েছেন, তাঁরা ভারতে পৌঁছনোর পর বিমানবন্দর ছেড়ে চলে যাওয়ার অনুমতি পাচ্ছেন। তবে, পরবর্তী ১৪ দিন এইসব যাত্রীকে নিজের স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে।

যেসব যাত্রী আরটিপিসিআর টেস্ট করাতে পারেননি অথবা কোভিড টিকা নেননি, বিমানবন্দরে পৌঁছনোর পর কোভিড পরীক্ষার জন্য তাঁদের নমুনা জমা দিতে হবে। এইসব যাত্রীকেও বিমানবন্দর থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে এবং পরবর্তী ১৪ দিন তাঁরা নিজের স্বাস্থ্যের বিষয়ে নজরদারি চালাবেন। নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেলে তাঁদের কোভিড চিকিৎসা শুরু হবে।

ইউক্রেনে সংঘাতের পরিস্থিতিতে সেদেশে বসবাসরত বহু ভারতীয় (এদের মধ্যে বেশিরভাগই ছাত্রছাত্রী) সমস্যার পড়েছেন। ইউক্রেনে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়া ভারতীয়দের সেদেশ থেকে ফিরিয়ে আনার সমস্যা হচ্ছে। পোল্যান্ড, রোমানিয়া, শ্লোভাকিয়া এবং হাঙ্গেরিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইউক্রেন থেকে আসা ভারতীয়দের অপারেশন গঙ্গা উড়ানের মাধ্যমে দেশে ফেরৎ পাঠাচ্ছে।

২৮শে ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত ৫টি বিমানে ইউক্রেন থেকে আসা ১১৫৬ জন যাত্রীদের মধ্যে কাউকেই আইসোলেশনে পাঠানো হয়নি।


CG/CB/SB



(Release ID: 1801880) Visitor Counter : 167