স্বরাষ্ট্র মন্ত্রক

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ২০২১ সালের ৩১শে মার্চের পরেও, পয়লা এপ্রিল ২০২১ থেকে ২০২৬ সালের ৩১শে মার্চ পর্যন্ত ৫ বছরের জন্য ১,৩৬৪.৮৮ কোটি টাকার আর্থিক মূল্যের ইমিগ্রেশন ভিসা ফরেনার্স রেজিস্ট্রেশন ট্র্যাকিং (আইভিএফআরটি) প্রকল্প চালু রাখার অনুমোদন দিয়েছে

Posted On: 25 FEB 2022 1:01PM by PIB Kolkata
নয়াদিল্লী,  ২৫ ফেব্রুয়ারি, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ২০২১ সালের ৩১শে মার্চের পরেও, পয়লা এপ্রিল ২০২১থেকে ২০২৬ সালের ৩১শে মার্চ পর্যন্ত ৫ বছরের জন্য ১,৩৬৪.৮৮ কোটি টাকার আর্থিক মূল্যের ইমিগ্রেশন ভিসা ফরেনার্স রেজিস্ট্রেশন ট্র্যাকিং (আইভিএফআরটি) প্রকল্প চালু রাখার অনুমোদন দিয়েছে। 
 
এই প্রকল্প চালু রাখার মাধ্যমে ইমিগ্রেশন, ভিসা পরিষেবাগুলির আধুনিকীকরণের ক্ষেত্রে মোদী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ-এর পরিচালনায় স্বরাষ্ট্র মন্ত্রক এই প্রকল্পের মাধ্যমে একটি নিরাপদ এবং সমন্বিত পরিষেবা সরবরাহ  পরিকাঠামো প্রদান করেছে, যা জাতীয় নিরাপত্তাকে জোরদার করার পাশাপাশি বৈধ ভ্রমণকারীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা এনে দিয়েছে। আইভিএফআরটি চালু হওয়ার পর ২০১৪ সালে ওভারসিয়েস সিটিজেনশিপ অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ডের সংখ্যা ছিল ৪৪.৪৩ লক্ষ। ২০১৯ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬৪.৫৯ লক্ষ হয়েছে। আগে যেখানে ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে গড়ে ১৫ থেকে ৩০ দিন সময় লাগতো,এখন ই-ভিসার ক্ষেত্রে সর্বাধিক ৭২ ঘণ্টা সময় লাগছে। 
 
     
CG/SS/NS


(Release ID: 1801253) Visitor Counter : 144