প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক বেতার দিবসে প্রধানমন্ত্রী রেডিওর শ্রোতাদের এবং যারা এই মাধ্যমকে সমৃদ্ধ করেছেন, তাঁদের অভিনন্দন জানিয়েছেন

Posted On: 13 FEB 2022 3:05PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৩ই ফেব্রুয়ারি, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী  নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বেতার দিবসে, রেডিওর শ্রোতাদের এবং যারা এই মাধ্যমকে সমৃদ্ধ করেছেন, তাঁদের সকলকে অভিনন্দন জানিয়েছেন।   

একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আন্তর্জাতিক বেতার দিবসে  রেডিওর শ্রোতাদের এবং যারা , তাঁদের প্রতিভা ও সৃজনশীলতার মধ্য দিয়ে এই মাধ্যমকে সমৃদ্ধ করেছেন, তাঁদের সকলকে  অভিনন্দন জানাই। বাড়িতে থাকার সময় বা কোথাও যেতে যেতে অথবা অন্য যে কোন অবস্থায় রেডিও মানুষের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ। মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনে এটি একটি অনবদ্য মাধ্যম।“

“#MannKiBaat অনুষ্ঠান করার সময় আমি বারবার দেখেছি রেডিও কিভাবে ইতিবাচক তথ্য সকলের মধ্যে ভাগ করে নেয়; যারা অন্যের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসেন, তাঁরা কিভাবে বেতারের মাধ্যমে স্বীকৃতি পান। এই অনুষ্ঠান তৈরি করতে যারা সাহায্য করেন, আমি তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।“

 

CG/CB/


(Release ID: 1798145) Visitor Counter : 124