প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিশিষ্ট তেলুগু চলচ্চিত্র গীতিকার সিরিভেন্নালা সীতারাম শাস্ত্রীর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

Posted On: 30 NOV 2021 8:20PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৩০শে নভেম্বর, ২০২১


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট তেলুগু চলচ্চিত্র গীতিকার, পদ্মশ্রী সিরিভেন্নালা সীতারাম শাস্ত্রীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ বিশিষ্ট ব্যক্তিত্ব সিরিভেন্নালা সীতারাম শাস্ত্রীর প্রয়াণে আমি শোকাহত। তাঁর রচনায় কাব্য প্রতিভা ও বহুমুখী প্রতিভার পরিচয় পাওয়া যায়। তেলুগুকে জনপ্রিয় করার জন্য নানা উদ্যোগ তিনি নিয়েছিলেন। তাঁর পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।“  

 

CG/CB/SFS


(Release ID: 1778660) Visitor Counter : 161