প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ানশীপে ব্রোঞ্জ পদক জয়ে আকাশ কুমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 06 NOV 2021 8:34PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ই নভেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ানশীপে ব্রোঞ্জ পদক জেতায় শ্রী আকাশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;  

“ সাবাশ আকাশ! বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ানশীপের মর্যাদাপূর্ণ পদক জয়ে আপনাকে অভিনন্দন। আপনার সাফল্য তরুণ বক্সারদের আরো ভালো করতে উৎসাহিত করবে। ভবিষ্যতেও আপনার সাফল্য কামনা করি।“

 

CG/CB/SFS


(Release ID: 1769853) Visitor Counter : 171