প্রধানমন্ত্রীরদপ্তর

শিকাগোতে ১৮৯৩-এ স্বামী বিবেকানন্দের অসাধারণ বক্তৃতার কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী

Posted On: 11 SEP 2021 11:02PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১১ সেপ্টেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিকাগোতে ১৮৯৩-এ স্বামী বিবেকানন্দের অসাধারণ বক্তৃতায় যে প্রাণবন্ততা ছিল তাতে এক ন্যায়সঙ্গত, সমৃদ্ধ ও সুসংবদ্ধ বিশ্ব গড়ে তোলার সম্ভাব্য বার্তা নিহিত রয়েছে।  

স্বামীজীর এই ভাষণের বার্ষিকীতে এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, "শিকাগোতে ১৮৯৩-এ স্বামী বিবেকানন্দের অসাধারণ বক্তৃতার কথা স্মরণ করছি। ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি তাঁর ভাষণে সুন্দর ভাবে ফুটে উঠেছিল। এক ন্যায়সঙ্গত, সমৃদ্ধ ও সুসংবদ্ধ বিশ্ব গড়ে তোলার সম্ভাবনা তাঁর বক্তৃতায় নিহিত রয়েছে।"

 

CG/BD/AS/



(Release ID: 1754388) Visitor Counter : 186