প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্যারাঅলিম্পিক্স গেমসে পুরুষদের হাই জাম্প টি৪৭এ রৌপ্য পদক জেতায় নিশাদ কুমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 29 AUG 2021 5:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯শে আগস্ট, ২০২১
 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারাঅলিম্পিক্সে গেমসে পুরুষদের হাই জাম্প টি ৪৭ এ রৌপ্য পদক জেতায় নিশাদ কুমারকে অভিনন্দন জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“ টোকিও থেকে আরো দারুণ খবর এসেছে। পুরুষদের হাই জাম্প টি ৪৭ এ নিশাদ কুমার রৌপ্য পদক জেতায় খুব আনন্দ লাগছে।  অসাধারণ এই খেলোয়াড়ের নজরকাড়া দক্ষতা ও অধ্যাবসায় রয়েছে। তাঁকে অনেক অভিনন্দন। #Paralympics"   

 

CG/CB/SFS


(Release ID: 1750279) Visitor Counter : 186