যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর অনুর্দ্ধ ওয়ার্ল্ড অ্যাথেলেটিক্স২০২১-এ অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেছেন
प्रविष्टि तिथि:
25 AUG 2021 1:44PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৫ আগস্ট, ২০২১
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর আজ নতুন দিল্লীতে অনুর্দ্ধ ২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপ ২০২১এ অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন। কেনিয়ার নাইরোবিতে মৈ ইন্টারন্যাশনাল স্পোর্টস সেন্টারে ১৮-২২ আগস্ট ওয়াল্ড জুনিয়ার চ্যাম্পিয়ানশিপ অনুষ্ঠিত হয়। ভারত এই প্রতিযোগিতায় তিনটি পদক জয় করেছে।
মন্ত্রী পদক জয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং বলেন, অনুর্দ্ধ ২০ খেলোয়াড়দের জন্য দেশ আজ গর্বিত। তিনি আশা করেন আগামীদিনে এশিয়ান গেমস, কমনওয়েল্থ গেমস এবং অলিম্পিক প্রতিযোগিতায় এইসব সম্ভাবনাময় খেলোয়াড়রা ভালো ফল করবেন। কোভিড-১৯ মহামারীর মধ্যেও ভালো ফল করার জন্য মন্ত্রী সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেছেন। সরকার দেশের যুবশক্তির ক্রীড়া প্রতিভাকে উৎসাহদানের জন্য বেশকিছু উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে ভালো ফল করার জন্য নানা ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রাক্তন খেলোয়াড়দের অবদানের কথা স্বীকার করে শ্রী ঠাকুর দেশে সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে আনার জন্য তাঁদের উদ্যোগী হতে অনুরোধ জানান। তিনি ক্রীড়া জগতের উন্নতিকল্পে নতুন নতুন পরামর্শ দেওয়ার প্রস্তাব দেন।
অনুর্দ্ধ ২০ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ২০২১ বা ওয়ার্ল্ড জুনিয়ার চ্যাম্পিয়ানশিপে ১০ হাজার মিটার রেস ওয়াকে শ্রী অমিত ক্ষত্রী এবং লং জাম্পে শ্রীমতি শৈলি সিং রৌপ্য পদক জিতেছেন। এছাড়াও মিক্সড ৪X৪০০ রিলেতে শ্রী বারাত শ্রীধর, শ্রীমতি প্রিয়া মোহন, শ্রীমতি সুম্মী, শ্রী কপিল এবং শ্রী আব্দুল রজক ব্রোঞ্জ জিতেছেন।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1749051)
आगंतुक पटल : 284
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Tamil
,
Odia
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam