প্রধানমন্ত্রীরদপ্তর

কিংবদন্তি ক্রীড়াবিদ শ্রী মিলখা সিং এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকবার্তা

प्रविष्टि तिथि: 19 JUN 2021 8:16AM by PIB Kolkata

নতুন দিল্লী ১৯ শে জুন ২০২১

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবদন্তী ক্রীড়াবিদ মিলখা সিং-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী মিলখা সিং কে প্রবাদপ্রতিম ক্রীড়াবিদ বলে উল্লেখ করে বলেছেন দেশ এক বিশাল ক্রীড়াবিদকে হারালো।  তার মৃত্যু আক্ষেপের।
একাধিক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,মিলখা সিংজীর প্রয়াণে,আমরা এক কিংবদন্তী ক্রীড়াবিদকে হারালাম।মিলখা সিং,দেশের মানুষের স্বপ্নকে সাকার করে,অসংখ্য ভারতীয়দের হৃদয়ে বিশেষ স্থান পেয়েছিলেন। তাঁর অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব তাঁকে  মানুষের কাছে প্রিয় করে তুলেছিল।
প্রধানমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় বলেন,"মাত্র কয়েকদিন আগে শ্রী মিলখা সিং জীর সঙ্গে আমার কথা হয়।সেটা যে আমাদের শেষ কথা হবে তা আমার ধারণার বাইরে ছিল।
দেশের নতুন প্রজন্মের ক্রীড়াবিদরা তাঁর জীবন ধারা থেকে অনুপ্রাণিত হবে। তাঁর পরিবার এবং বিশ্বজুড়ে থাকা তাঁর অনুরাগীদের প্রতি আমি সমবেদনা জানাই।"
 

CG/PPM


(रिलीज़ आईडी: 1728615) आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam