সারওরসায়নমন্ত্রক

মিউকোরমাইকোসিসের চিকিৎসার জন্য ভারতে যথেষ্ট পরিমাণে লিপোসমাল অ্যাম্ফোটেরিসিন বি রয়েছে : শ্রী মনসুখ মান্ডোভিয়া

১৭ই জুন পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির জন্য লিপোসমাল অ্যাম্ফোটেরিসিন বি –র মোট ৭,২৮,০৪৫ টি ভয়েল বরাদ্দ করা হয়েছে

Posted On: 18 JUN 2021 2:16PM by PIB Kolkata

নতুন দিল্লি১৮ই জুন২০২১

 

ভারতে ১৬ই জুন ২৭,১৪১ জনের   মিউকোরমাইকোসিসের চিকিৎসা হয়েছে। এই সংখ্যা ভবিষ্যতে যদি বৃদ্ধি পায়তাহলে তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ভারত নিয়েছে।

দেশে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণে অ্যাম্ফোটেরিসিন বি সহ অন্যান্য ওষুধ আছে। ভারতে এই ওষুধের উৎপাদন  গুণ বৃদ্ধি করা হয়েছে। এপ্রিল মাসে দেশে মাত্র ৬২,০০০ লিপোসমাল অ্যাম্ফোটেরিসিন বি – ভয়েল উৎপাদন করা হয়েছে। জুন মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে  লক্ষ ৭৫ হাজারের বেশি।

দেশে যেমন এই ওষুধের উৎপাদন বাড়ানো হচ্ছেপাশাপাশি মেসার্স মাইল্যানের থেকে ,০৫,০০০ টি লিপোসমাল অ্যাম্ফোটেরিসিন বি – ভয়েল আমদানী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সার  রসায়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী মনসুখ মান্ডোভিয়া জানিয়েছেনদেশে অ্যাম্ফোটেরিসিন বি – সহজলভ্যতা নিশ্চিত করতে সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সার  রসায়ন মন্ত্রকের অধীনস্থ ফার্মাসিউটিক্যালস দপ্তর সমস্ত রাজ্যকেন্দ্রশাসিত অঞ্চল  কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির জন্য ১৭ই জুন পর্যন্ত ,২৮,০৪৫ টি লিপোসমাল অ্যাম্ফোটেরিসিন বি – ভয়েল বরাদ্দ করেছে। মিউকোরমাইকোসিসযা ব্ল্যাক ফাঙ্গাস নামে পরিচিত – এর চিকিৎসায় অ্যাম্ফোটেরিসিন বি ব্যবহার করা হয়ে থাকে।  আসামে ২০০টিত্রিপুরায় ১৫০টি এবং পশ্চিমবঙ্গে ২৬৪০ টি ভয়েল বরাদ্দ করা হয়েছে।

 

CG/CB/SFS



(Release ID: 1728392) Visitor Counter : 174