সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক নথিভুক্তকরণ শংসাপত্র (আরসি) প্রদান বা পুনর্নবীকরণের জন্য টাকা দেওয়ার ক্ষেত্রে ব্যাটারি চালিত যানবাহন (বিওভি)কে ছাড় দেওয়ার প্রস্তাবের বিষয়ে খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
Posted On:
01 JUN 2021 10:45AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ জুন,২০২১
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটরযান বিধি সংশোধন করে নথিভুক্তকরণ শংসাপত্র (আরসি) প্রদান বা পুনর্নবীকরণের জন্য টাকা দেওয়ার ক্ষেত্রে ব্যাটারি চালিত যানবাহন (বিওভি)কে ছাড় দেওয়ার প্রস্তাবের বিষয়ে গত ২৭মে একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।ব্যাটারি চালিত যানবাহনের ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ত্রিশ দিনের মধ্যে সাধারণ ব্যক্তি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে।
CG/SS
(Release ID: 1723394)
Visitor Counter : 198