স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় চালু হওয়া নতুন এইমস প্রতিষ্ঠানগুলি বিভিন্ন রাজ্যে গুণমানসম্পন্ন কোভিড পরিষেবা প্রদান করছে

কোভিড সঙ্কটের সময় এই চিকিৎসা প্রতিষ্ঠানগুলি টার্সিয়ারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য দূর করেছে
জটিল মিউকোরমাইকোসিস সংক্রমণের চিকিৎসা পরিষেবা এইমসগুলিতে পাওয়া যায়

Posted On: 19 MAY 2021 9:28AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মে, ২০২১

 

দেশে হাসপাতালগুলিতে টার্সিয়ারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করতে এবং চিকিৎসা-শিক্ষণ ব্যবস্থার মানোন্নয়নে কেন্দ্রীয় স্তরের প্রকল্প হিসেবে ২০০৩-এর আগস্টে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার (পিএমএসএসওয়াই) সূচনা হয়।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টির ফলে এই কর্মসূচিতে নতুন গতি সঞ্চার হয়েছে এবং যে সমস্ত রাজ্যে গুণগত মানের চিকিৎসা-শিক্ষণের ক্ষেত্রে ঘাটতি রয়েছে সেখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমস-এর ধাঁচে চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এখনও পর্যন্ত পিএমএসএসওয়াই কর্মসূচির আওতায় ২২টি এ ধরনের চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপনে অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এ ধরনের ছটি চিকিৎসা প্রতিষ্ঠান চালু হয়েছে। অন্য সাতটি এইমস চিকিৎসা প্রতিষ্ঠানে ওপিডি বা বহির্বিভাগ পরিষেবা এবং স্নাতকোত্তর স্তরে চিকিৎসা-শিক্ষণ শুরু হয়েছে। এছাড়াও, আরও পাঁচটি এইমস-এ শুধুমাত্র এমবিবিএস স্তরে পঠনপাঠন শুরু হয়েছে।

পিএমএসএসওয়াই কর্মসূচির আওতায় আঞ্চলিক স্তরে এইমস-এর মতো চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বা হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলি গত বছরের গোড়া থেকেই মহামারীর সময় কোভিড চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। স্বাস্থ্য পরিকাঠামো তুলনামূলকভাবে দুর্বল এমন এলাকাগুলিতে গুণমানসম্পন্ন চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে এইমস প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। 

চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এইমস প্রতিষ্ঠানগুলি স্বল্প এবং জটিল উপসর্গ-বিশিষ্ট কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। দেশে কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকেই বিশেষ করে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এ ধরনের চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে ১,৩০০টির বেশি অক্সিজেন সম্বলিত শয্যা, প্রায় ৫৩০টি আইসিইউ শয্যা ও স্বতন্ত্র কোভিড চিকিৎসা পরিষেবা চালু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে সম্প্রতি রায়বেরিলি ও গোরক্ষপুর এইম্স-এ কোভিড চিকিৎসা পরিষেবার সূচনা হয়েছে। 

কেন্দ্রীয় সরকার নতুন চালু হওয়া এইমস প্রতিষ্ঠানগুলিতে কোভিড চিকিৎসা পরিষেবার সম্প্রসারণে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করেছে। এই লক্ষ্যে অতিরিক্ত সংখ্যায় ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, এন-৯৫ মাস্ক, পিপিই কিট এবং রেমডেসিভির-এর মতো অত্যাবশ্যকীয় ওষুধপত্র যোগান দিচ্ছে। টার্সিয়ারি স্তরে চিকিৎসা পরিষেবা প্রদানের দিক থেকে নতুন গড়ে ওঠা এইম্সগুলি আঞ্চলিক পর্যায়ে কোভিড বহির্ভূত জটিল চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ ধরনের প্রতিষ্ঠানগুলি থেকে দৈনিক ভিত্তিতে হৃদরোগ, প্রসূতি ও শিশুদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

দেশে বর্তমানে মিউকোরমাইকোসিস সংক্রমণের ঘটনায় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল এবং মধুমেহ রোগে আক্রান্ত ব্যক্তিরা এই রোগে আক্রান্ত হচ্ছেন। কোভিডের ক্ষেত্রে মধুমেহ অন্যতম একটি উপসর্গ হয়ে ওঠায় এই ধরনের রোগের চিকিৎসাও নতুন এইমসগুলি থেকে পাওয়া যাচ্ছে। এমনকি, বিরল সংক্রমণের ক্ষেত্রে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

 

CG/BD/DM/



(Release ID: 1719905) Visitor Counter : 225