প্রধানমন্ত্রীরদপ্তর

শ্রী হোমেন বরগোহাইএর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Posted On: 12 MAY 2021 12:52PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১২ই মে, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী হোমেন বরগোহাইএর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, “ শ্রী হোমেন বরগোহাই, অসমীয়া সাহিত্য ও সাংবাদিকতার জগতে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। অসমীয়া জনজীবন ও সংস্কৃতির বৈচিত্রময়  দিকটি তাঁর কাজের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। শ্রী বরগোহাইএর  প্রয়াণে আমি মর্মাহত। তাঁর পরিবারের সদস্যদের ও গুণগ্রাহীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।  “

 

CG/CB/


(Release ID: 1719017) Visitor Counter : 184