প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী ৭ই এপ্রিল “পরীক্ষা পে চর্চা ২০২১” অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে মতবিনিময় করবেন

प्रविष्टि तिथि: 05 APR 2021 10:46AM by PIB Kolkata
নয়াদিল্লী, ৫ এপ্রিল, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭ই এপ্রিল সন্ধ্যে ৭টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে “পরীক্ষা পে চর্চা ২০২১” অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের সাহসী #ExamWarriors, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মনে রাখার মতো বিভিন্ন বিষয় নিয়ে আকর্ষণীয় প্রশ্নোত্তরের একটি নতুন ফরম্যাটের ব্যবস্থা করা হয়েছে।
৭ই এপ্রিল সন্ধ্যে ৭টা “পরীক্ষা পে চর্চা” #PPC2021 আয়োজনে যোগ দিন।’

CG/CB/NS

(रिलीज़ आईडी: 1709661) आगंतुक पटल : 263
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Marathi , Tamil , Assamese , English , Urdu , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam