প্রধানমন্ত্রীরদপ্তর

সিআইএসএফ – এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর জওয়ানদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Posted On: 10 MAR 2021 10:58AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ ২০২১
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) প্রতিষ্ঠা দিবসে জওয়ান ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।
 
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “বাহিনীর প্রতিষ্ঠা দিবসে বীর জওয়ান ও তাঁদের পরিবারকে অনেক শুভেচ্ছা। জাতীয় সুরক্ষা ও অগ্রগতির প্রসারে এদের বড় ভূমিকা রয়েছে। ২০১৯ সালে আমি বাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে শরিক হয়েছিলাম”।
***
 
 
 
CG/BD/SB

(Release ID: 1703730) Visitor Counter : 136