প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী আগামী ৭ মার্চ ‘জনঔষধি দিবস’ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেবেন

Posted On: 05 MAR 2021 8:36PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ০৬ মার্চ, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৭ মার্চ সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জনঔষধি দিবস’ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেবেন। এদিন প্রধানমন্ত্রী শিলং-এ অবস্থিত নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেল্থ অ্যান্ড মেডিকেল সায়েন্স (এনইআইজিআরআইএইচএমএস)-এতে দেশের ৭,৫০০ তম জনঔষধি কেন্দ্রটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। অনুষ্ঠানে তিনি ‘প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা’-এর সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন এবং এই ক্ষেত্রে শ্রেষ্ঠ কাজের জন্য সংশ্লিষ্ট পক্ষকে পুরষ্কৃত করবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা

সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ওষুধ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী ভীরতীয় জনঔষধি পরিযোজনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সমস্ত জেলায় এই প্রকল্পের আওতায় ৭,৪৯৯টি জনঔষধি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ২০২০-২১ অর্থ বর্ষে (২০২১ এর ৪ মার্চ পর্যন্ত) এই কেন্দ্র থেকে ওষুধ কেনার ফলে সাধারণ নাগরিকরা প্রায় ৩,৬০০ কোটি টাকা সাশ্রয় করেছেন। কারণ এই ওষুধগুলি বাজারমূল্যের তুলনায় ৫০ থেকে ৯০ শতংশ সস্তা।

জনঔষধি দিবস

জনঔষধি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে পয়লা মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত দেশজুড়ে ‘জনঔষধি সপ্তাহ’ উদযাপন করা হয়ে থাকে। এবছরের বিষয় ভাবনা হলো “জনঔষধি – সেবা ভি, রোজগার ভি”। এই সপ্তাহ উদযাপনের শেষ দিনটি অর্থাৎ আগামী ৭ মার্চ ‘জনঔষধি দিবস’ উদযাপন করা হবে।

***

 

 

CG/SS/SKD


(Release ID: 1702851) Visitor Counter : 149